April Fools Day | নানান দেশে নানাভাবে পালিত হয়ে আসছে ‘এপ্রিল ফুল ডে‘! জানেন কেন এই দিন পালন করা হয়?

Monday, April 1 2024, 4:40 am
highlightKey Highlights

প্রতি বছর পয়লা এপ্রিলে এপ্রিল ফুল ডে পালন করা হয়। এই দিনটি বন্ধুবান্ধব ও আত্মীয়দের সঙ্গে হাসি-ঠাট্টা ও মজায় কাটানোর দিন। তবে এই দিনের উৎপত্তি নেপথ্যে রয়েছে একাধিক ব্যাখ্যা।


প্রতি বছর পয়লা এপ্রিলে ' এপ্রিল ফুল ডে ' পালন করা হয়। এদিন সোশাল মাধ্যম ভরে ওঠে এপ্রিল ফুল ডে মিম (April fools day meme) দ্বারা। অনেকে আবার কাছের মানুষকে বা বন্ধুবান্ধব , পরিবার পরিজনদের হোয়াটসঅ্যাপে এপ্রিল ফুল প্র্যাঙ্ক (April fool pranks on whatsapp) পাঠিয়ে থাকেন। আর কেনই বা এসব হবে না? হাসি ঠাট্টা ও মজায় কাটানোর দিন এটি। তবে জানেন কি কেন এই দিন পালন করা হয়? কীভাবেই বা শুরু হয় এপ্রিল ফুল ডে পালন?

কেন পালন করা হয় এপ্রিল ফুল ডে?

Trending Updates

মনে করা হয়, ইওরোপে প্রথম এপ্রিল ফুল ডে পালন করা হয়। তারপর বিশ্বের অন্যান্য দেশে তা ছড়িয়ে পড়ে। ঐতিহাসিকদের মতে, পোপ ত্রয়োদশ গ্রেগারি জর্জিয়ান ক্যালেন্ডার প্রবর্তন করার পরই এপ্রিল ফুল ডে পালন শুরু হয়। এই ক্যালেন্ডার মাফিক, ১৫৮২ সালে প্রথমবার ১লা জানুয়ারি থেকে নতুন বছর শুরু হয়। তবে এর আগে মার্চ শেষ হলে তখন নতুন বছর অর্থাৎ নববর্ষ পালন করা হত। জুলিয়ান ক্যালেন্ডার মতে, ১ এপ্রিলকে বছরের প্রথম দিন ধরা হত। 

কিন্তু জুলিয়ানের বদলে জর্জিয়ান ক্যালেন্ডারের সূচনা হলেও নতুন ক্যালেন্ডার কেউই মেনে নিতে চাননি। অনেকে ১লা এপ্রিলেই নববর্ষ পালন করতে থাকেন। এদিকে ফ্রান্সই প্রথম জর্জিয়ান ক্যালেন্ডারকে স্বীকৃতি দিয়েছিল। যাতে সকলেই এই ক্যালেন্ডার মেনে চলেন তাই তখন থেকে প্রচার করা শুরু হয় যে, যাঁরা জর্জিয়ান ক্যালেন্ডার না মেনে ১লা এপ্রিলে নববর্ষ পালন করবে, তাঁদের ' 'ফুল '  অর্থাৎ বোকা বলা হবে এবং তাঁদের মজার পাত্র করে তোলা হবে। মানা হয় এভাবেই থেকেই ১লা এপ্রিল এপ্রিল ফুল ডে পালনের শুরু। 

এই কাহিনী ছাড়াও কোনও কোনও ইতিহাসবিদের মতে, এপ্রিল ফুল ডে ‘হিলারা’ উৎসবের সঙ্গে সম্পর্কিত। এই ল্যাটিন শব্দের অর্থ আনন্দদায়ক। এদিকে ভারতে এপ্রিল ফুল ডে হোলির কাছাকাছি সময়ে পালিত হয়। হোলিতে বন্ধু ও আত্মীয়দের সঙ্গে রঙের খেলায় হাসিঠাট্টায় মজে ওঠেন সকলে। অন্যদিকে, পারস্যের উৎসব সিজদাহ বেদার ও জিউয়িসদের পুর্ণিমের সঙ্গেও এপ্রিল ফুল ডে-র সাদৃশ্য রয়েছে বলে অনেকে মনে করেন। এ সমস্ত উৎসবই বসন্তের সময় পালন করা হয়। আর এই উৎসবগুলোর সঙ্গে আনন্দ ও ছেলেমানুষিও জড়িয়ে রয়েছে।
অন্যদিকে, জিওফ্রে চসারের ‘দ্য ক্যান্টেরবারি টেলস’-এ ৩২ মার্চ বা ১ এপ্রিলের উল্লেখ রয়েছে। সেই সংগ্রহের একটি গল্প ‘নান্স প্রিস্টস টেল’-এ রাজা দ্বিতীয় রিচার্ড ও বোহেমিয়ার রানী অ্যানির এনগেজমেন্টের তারিখ ৩২ মার্চ বলা রয়েছে। আর জনসাধারণ সেই ঘোষণাকেই সত্যি বলে মেনে নেন। তখন থেকেই ৩২ মার্চ অর্থাৎ ১ এপ্রিলকে, এপ্রিল ফুল ডে হিসেবে পালন শুরু হয়।

১লা এপ্রিল অর্থাৎ এপ্রিল ফুল ডে - র এই দিনের সঙ্গে মিশরের পৌরাণিক কাহিনীর সঙ্গেও যোগ পাওয়া যায়। তবে সঠিক কোন কারণে এবং কীভাবে এই দিনটির উৎপত্তি হয়েছে তা নিয়ে বহু বিতর্ক রয়েছে। তবে এই দিনের উৎপত্তি যাই হোক না কেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে নানান মজা , হাসি, ঠাট্টা করে এই দিন পালন করা হয়। এই দিন কোনও ছুটি না থাকলেও এই দিনটি নানান দেশে নানাভাবে পালিত হয়ে আসছে। নিউজিল্যান্ড, ব্রিটেন, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকায় দুপুর পর্যন্ত নানা ধরণের মজাঠাট্টা অনায়াসে চলে। দুপুরের পর যাঁরা ঠাট্টা করেন, তাঁদের এপ্রিল ফুল বলে। এছাড়া ফ্রান্স, ইতালি, দক্ষিণ কোরিয়া, জাপান, রাশিয়া, নেদারল্যান্ড, জার্মানি, ব্রাজিল, কানাডা ও আমেরিকায় সারাদিন প্র্যাঙ্ক করে কাটানো হয় এই দিন। এছাড়াও বর্তমানে এই দিনে হোয়াটসঅ্যাপে এপ্রিল ফুল প্র্যাঙ্ক (April fool pranks on whatsapp) পাঠানো থেকে শুরু করে সোশাল মাধ্যমে এপ্রিল ফুল ডে মিম (April fools day meme) শেয়ার করেও অনেকে এপ্রিল ফুল ডে পালন করে থাকেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File