West Bengal Weather | ঘূর্ণাবর্ত-পশ্চিমি ঝঞ্ঝায় ফের জলমগ্ন তামিলনাড়ু! একাধিক অঞ্চলে লাল সতর্কতা! দেখুন কেমন থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া!

Thursday, December 21 2023, 2:33 pm
highlightKey Highlights

ঘূর্ণিঝড় মিগজ়াউমের পর ফের তামিলনাড়ুতে ঘূর্ণিঝড়ের দাপট। জলমগ্ন একাধিক এলাকা। এদিকে পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট অনুযায়ী, বড়দিনের সময় সামান্য বাড়তে চলেছে তাপমাত্রার পারদ।


শীতের মুখেই তামিলনাড়ু তছনছ করে দিয়ে গিয়েছে ঘূর্ণিঝড় মিগজ়াউম। একাধিকের মৃত্যু, বাড়ি-ঘর-রাস্তা ধ্বংস, সব মিলিয়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। তবে সেই বিপর্যয় কাটিয়ে উঠতে না উঠতেই ফের তামিলনাড়ুতে ঘূর্ণিঝড় (Cyclone in Tamilnadu) এর পূর্বাভাস!একদিকে যখন দেশের বিভিন্ন প্রান্তে হুড়মুড়িয়ে শীত ঢুকে পড়ার পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর৷ ঠিক তখনই দেশের একাধিক রাজ্যে জোড়াল ঘূর্ণাবর্তের জের! গত রবিবার রাত থেকে শুরু হয়েছে নাগাড়ে বৃষ্টি। সোমবারও বৃষ্টির দমক অব্যাহত। জলমগ্ন হয়ে পড়েছে  দক্ষিণ তামিলনাড়ুর একাধিক জেলা। কন্যাকুমারী, তিরুনেলভেলি, থুথুকুডি এবং তেনকাসি-তে একটি লাল সতর্কতা জারি করা হয়েছে। এই অবস্থায় কেমন থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal weather)?

তামিলনাড়ুতে ঘূর্ণিঝড়ের দাপটে  জলমগ্ন একাধিক এলাকা
তামিলনাড়ুতে ঘূর্ণিঝড়ের দাপটে জলমগ্ন একাধিক এলাকা

পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী,  সপ্তাহের শুরুতে সামান্য চড়ল তাপমাত্রার পারদ। তবে মঙ্গল-বুধবার তাপমাত্রা আরও নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে কোথাও কোথাও ১০ ডিগ্রির আশে-পাশে ঘোরা ফেরা করছে পারদ। সপ্তাহের কর্মদিবসে দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক। অর্থাৎ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টির পূর্বাভাস নেই। আগামী কয়েকদিন তাপমাত্রা কমের দিকে থাকলেও বড়দিনের সময়ে তাপমাত্রা ফের বাড়তে পারে বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News)।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৪.১ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। কিন্তু বড়দিনের সময়ে এই ঠান্ডার আমেজ কিছুটা কমতে পারে। পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, বঙ্গোপসাগর থেকে রাজ্যে জলীয় বাস্প ঢুকে ঠান্ডার আমেজ নষ্ট করতে পারে। সে সময় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে যেতে পারে ১৬-১৭ ডিগ্রিতে। পুরুলিয়া, বাঁকুড়ার মতো পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রা ৩-৪ ডিগ্রি বাড়ার সম্ভবনা রয়েছে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায় শীতের কামড় বজায় থাকবে। পার্বত্য জেলাগুলিতে পারদ নিম্নমুখী। সমতলের জেলাগুলিতে তাপমাত্রা একই রকম থাকবে। 

পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট অনুযায়ী, মঙ্গল-বুধবার তাপমাত্রা আরও নামতে পারে 
পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট অনুযায়ী, মঙ্গল-বুধবার তাপমাত্রা আরও নামতে পারে 

অন্যদিকে,পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News) অনুযায়ী,  দার্জিলিং ও সিকিমের উঁচু এলাকাগুলিতে মঙ্গলবার তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও সপ্তাহের প্রথম কর্মদিবসে বৃষ্টি হবে না। শুষ্ক থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার আবহাওয়া। তবে শীতের এই লম্বা ইংনিস এখন বেশ কিছুদিন চলবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে পারদ নিম্নমুখী। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী মঙ্গলবার থেকে আগামী শনিবার পর্যন্ত রাজ্যের কোনও জেলায় বৃষ্টিপাত হবে না। শুষ্ক থাকবে আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার আবহাওয়া। 

তবে বড়দিনের সময় তাপমাত্রা সামান্য বাড়তে পার বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর
তবে বড়দিনের সময় তাপমাত্রা সামান্য বাড়তে পার বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর

মোটের ওপর পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal weather) বেশ মনোরম। তবে ঘূর্ণিঝড়ের জেরে ফের জলমগ্ন তামিলনাড়ু। ইতিমধ্যেই তামিলনাড়ুতে ঘূর্ণিঝড় (Cyclone in Tamilnadu) এর জেরে কন্যাকুমারী, তিরুনেলভেলি, থুথুকুডি এবং তেনকাসি-তে একটি লাল সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, একটি ঘূর্ণিঝড় বর্তমানে কমোরিন এলাকা এবং এর আশেপাশের অঞ্চলে অবস্থান করছে৷ এটি মধ্য-ট্রপোস্ফিয়ারিক স্তর পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ, বৃষ্টির দমক বেশ জোরাল হতে পারে বলে মনে করা হচ্ছে। দক্ষিণ তামিলনাড়ুর থুথুকুডি জেলায়, একটি সম্পূর্ণ হাইওয়ে জলের নীচে তলিয়ে গেছে এবং তামিলনাড়ুতে ভারী থেকে চরম বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে ভারতের আবহাওয়া বিভাগ। উদ্ধারকাজের কন্যাকুমারী এবং তিরুনেলভেলিতে রাজ্যের বিপর্যয় মোকাবিলার তিনটি দল মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বন্ধ রয়েছে স্কুল, কলেজ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান৷ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেরল, তামিলনাডু, লাক্ষাদ্বীপ এবং পুদুচেরি, মাহে, করাইকালে। এছাড়া নতুন করে পশ্চিমি ঝঞ্ঝা আসার সম্ভাবনা রয়েছে শুক্রবার। উত্তর-পশ্চিম ভারতের ইতিমধ্যেই জম্মু-কাশ্মীরের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে৷ রয়েছে পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবও। ঘূর্ণাবর্ত রয়েছে হরিয়াণার উপরে। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ ভারতের কোমোরিন এলাকায়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File