West Bengal Weather | দু’দিনে ১১ ডিগ্রি কমেছে কলকাতার তাপমাত্রা! চলতি সপ্তাহে ঝড়-বৃষ্টি স্বস্তি দেবে রাজ্যে, কমবে তাপমাত্রাও!

Tuesday, April 9 2024, 9:47 am
highlightKey Highlights

পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট অনুযায়ী, বঙ্গোপসাগরের উপর থেকে জলীয় বাষ্প এবং ওড়িশার উপরে থাকা নিম্নচাপ অক্ষরেখার জন্যই বদল পশ্চিমবঙ্গের আবহাওয়া। আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।


তীব্র তাপদাহে বেশ কয়েকদিন জ্বলেছে বঙ্গবাসী। ৪০ ডিগ্রিতে পৌঁছে গিয়েছিলো তাপমাত্রার  পারদ। তবে অবশেষে মিললো কিছুটা স্বস্তি। দু’দিনে ১১ ডিগ্রি কমেছে কলকাতার তাপমাত্রা। পাশাপাশি আগামী কয়েক দিনে গরম আরও খানিকটা কমতে পারে বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News)। দেখে নেওয়া যাক কেমন থাকবে বঙ্গের আবহাওয়া।

কলকাতার আবহাওয়া :

পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, তিলোত্তমার আকাশ এদিন মূলত মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। কলকাতায় হতে পারে কয়েক পশলা বৃষ্টি। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস মতো কমে গিয়েছে। মঙ্গল এবং বুধবার সামান্য বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। উল্লেখ্য, গতকাল অর্থাৎ রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি কম এবং এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯০ শতাংশ এবং সর্বনিম্ন ৬১ শতাংশ।

Trending Updates

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, দু’দিনে ১১ ডিগ্রি কমেছে কলকাতার তাপমাত্রা। রবিবার ঝড়বৃষ্টির আবহাওয়া তাপমাত্রা কমিয়ে দিয়েছে। আবহাওয়া দফতরের পরিসংখ্যান অনুযায়ী, শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস। আর সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ, দু’দিনে তাপমাত্রার ফারাক ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে পাঁচ ডিগ্রি কম। রবিবার সল্টলেকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৬.২ ডিগ্রি কম। পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News) বলছে, রাজ্যের অন্য কোথাও সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে এত কমেনি রবিবার।

আরো পড়ুন: Lok sabha 2024

দু’দিনে ১১ ডিগ্রি কমেছে কলকাতার তাপমাত্রা
দু’দিনে ১১ ডিগ্রি কমেছে কলকাতার তাপমাত্রা

দক্ষিণবঙ্গের আবহাওয়া :

 গ্রীষ্মের আগেই তাপের দাপটে নাজেহাল হয়ে উঠেছিলেন শহরবাসী। দক্ষিণবঙ্গের অনেক জেলায় তাপমাত্রা ছাড়িয়ে গিয়েছিল ৪০ ডিগ্রির গণ্ডিও। সেই পরিস্থিতিতে আগামী কয়েক দিনে গরম আরও খানিকটা কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, সোমবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এমনকি আগামী ২-৩ ঘণ্টায় বাঁকুড়া, হাওড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা। বজ্রপাতের আশঙ্কাও থাকবে। এমনটাই সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দফতরের ৷ এর পাশাপাশি আগামী ২-৩ ঘণ্টায় কলকাতা এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা। বজ্রপাতের আশঙ্কা থাকবে। পূর্ব বর্ধমান, হুগলি, নদিয়া এবং পুরুলিয়া জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। বজ্রপাতের আশঙ্কা থাকবে। বাসিন্দাদের নিরাপদ আশ্রয় থাকার পরামর্শ আবহাওয়া দফতরের।

আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার কলকাতায় আবহাওয়া শুকনো থাকলেও ভিজতে পারে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া। বুধবার পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রামের মতো কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টি আবার বাড়বে। বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণের সব ক’টি জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।

আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির পূর্বাভাস
আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গের আবহাওয়া :

দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather) আপডেট অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই এদিন হতে পারে ঝড়-বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলায় অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা। ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা পার্বত্য এলাকায়। রয়েছে বজ্রপাতের আশঙ্কাও। উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় এদিন অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার বাড়তে পারে বৃষ্টিপাত। বুধবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। বুধবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা অপেক্ষাকৃত বাড়তে পারে।

মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস
মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস

প্রসঙ্গত, ক্যালেন্ডারে বৈশাখ মাস পড়ার আগেই গ্রীষ্ম ঢুকে পড়েছে বাংলায়। গত কয়েক দিনে জেলায় জেলায় একনাগাড়ে তাপমাত্রা বেড়েছে, তৈরি হয়েছে তাপপ্রবাহের পরিস্থিতি। তার মাঝে রবিবার বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি হয়। তাতে গরম থেকে কিছুটা স্বস্তি পেয়েছেন মানুষ, কমেছে তাপমাত্রাও। মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, বঙ্গোপসাগরের উপর থেকে জলীয় বাষ্প এবং ওড়িশার উপরে থাকা নিম্নচাপ অক্ষরেখার জন্যই বদল পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather) ও বৃষ্টি হচ্ছে জেলায়-জেলায়। পশ্চিমের জেলা ও উপকূলের জেলাগুলিতে বৃষ্টিপাত বেশি হওয়ার সম্ভাবনা।  তবে আগামী ৯ ও ১০ তারিখ বৃষ্টিপাত কিছুটা কমে যাবে। আবার ১১ তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আগামী চার থেকে পাঁচ দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এই বৃষ্টির ফলে দিনের বেলায় তাপমাত্রা প্রায় ৫ থেকে ৬ ডিগ্রি কমে যাওয়ার সম্ভাবনা। ফলে তাপপ্রবাহ থেকে সামান্য হলেও নিস্তার মিলবে এই সপ্তাহে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File