Hawkery In Train | লোকাল ট্রেনে আর পাওয়া যাবেনা সস্তার মুখরোচক খাবার! রেল হকারিতেও এবার বেসরকারীকরণ!

Friday, June 9 2023, 1:03 pm
highlightKey Highlights

হাওড়া, শিয়ালদহ ডিভিশনের ট্রেনগুলি থেকে হকার উচ্ছেদ করতে চলেছে রেল কর্তৃপক্ষ। ট্রেনে হকারি করা হবে কর্পোরেট সংস্থার মাধ্যমে।


কাজের সূত্রে হোক কিংবা ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে, ট্রেনে উঠে ২-৫ টাকা দিয়ে বাদাম, চিপস, চানাচুর এসব ছাড়া যেন সেই ট্রেন যাত্রাটাই পুরো হয়না। তবে এই আনন্দ আর হয়তো উপভোগ করতে পারবেন না রেল যাত্রীরা। এবার হাওড়া (Howrah), শিয়ালদহ (Sealdah) ডিভিশনের ট্রেনগুলি থেকে হকার উচ্ছেদ করতে চলেছে রেল কর্তৃপক্ষ।

ট্রেনগুলি থেকে হকার উচ্ছেদ করতে চলেছে রেল কর্তৃপক্ষ
ট্রেনগুলি থেকে হকার উচ্ছেদ করতে চলেছে রেল কর্তৃপক্ষ

রেল সূত্রে খবর, ট্রেনের যাবতীয় ব‌্যবহার্য স্বাচ্ছন্দ‌্যগুলির অধিকাংশই ব‌্যক্তি মালিকানার হাতে তুলে দেওয়ার পর এবার ট্রেনের হকারিও করা হবে কর্পোরেট সংস্থার মাধ্যমে। জানা গিয়েছে এই নিয়ে ইতিমধ্যেই নয়ডার (Noida) একটি সংস্থার সঙ্গে চুক্তিও সেরে ফেলেছে রেল কর্তৃপক্ষ। হাওড়া, শিয়ালদহের ট্রেন থেকে হকার সরানোর পরিকল্পনা ছাড়াও বিভিন্ন স্টেশন থেকে হকার উচ্ছেদ করেছে রেল। সম্প্রতি হাওড়া স্টেশন (Howrah Station) চত্বর, সাবওয়ের (Subway) মতো বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদ করা হয়েছে।

হাওড়া-শিয়ালদহ ডিভিশনের ট্রেনগুলি থেকে হকার উচ্ছেদ 
হাওড়া-শিয়ালদহ ডিভিশনের ট্রেনগুলি থেকে হকার উচ্ছেদ 

ইতিমধ্যে চুক্তিবদ্ধ কর্পোরেট সংস্থার লোকজন বর্ধমান থেকে চলাচলকারী বিভিন্ন স্বল্পদূরত্বের ট্রেনে হকারদের বিক্রীত যাবতীয় পণ্য বিক্রি করা শুরু করে দিয়েছে। যা নিয়ে শুরু হয়েছে হকারদের মধ্যে ঝামেলাও। এই প্রসঙ্গে আইএনটিটিইউসির (INTTUC) জেলা সভাপতি প্রাণকৃষ্ণ মজুমদার বলেন, হকারদের উচ্ছেদ করা চলবে না। যার ফলে ডিআরএমের (DRM) সঙ্গে আলোচনার জন‌্যও সময় চাওয়া হয়েছে। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের (TMC) শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় হকারদের উচ্ছেদকে চূড়ান্ত জনবিরোধী নীতি রেলের বলে অভিযোগ করেন। তিনি জানান, ইতিমধ্যেই উচ্ছেদের প্রতিবাদে বিভিন্ন জায়গায় আন্দোলন শুরু হয়েছে। এই ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে এই আন্দোলন আরও বৃহত্তর পর্যায়ে যাবে।

ট্রেনের হকারি করা হবে কর্পোরেট সংস্থার মাধ্যমে
ট্রেনের হকারি করা হবে কর্পোরেট সংস্থার মাধ্যমে

উল্লেখ্য, লোকাল ট্রেনে (Local Train) হকারি বেসরকারি সংস্থা দ্বারা পরিচালিত করার পাশাপাশি সাধারণ মেল এক্সপ্রেসেও (Mail Express) একইরকমভাবে কর্পোরেট সংস্থাকে দিয়ে হকারদের পণ্য বিক্রির পরিকল্পনা রয়েছে রেল কর্তৃপক্ষের। এই নিয়েও চুক্তি হয়েছে রেল ও বেসরকারি সংস্থার মধ্যে। আইআরসিটিসি (IRCTC) সূত্রে খবর, বিভিন্ন দূরপাল্লার ট্রেনে ‘আ-লা-কার্টে’ (A-La-Carte) মেনু হিসাবে হকারদের বিক্রি করা পণ্যগুলি রাখা হয়েছে।

লোকাল ট্রেনের  সাধারণ মেল এক্সপ্রেসেও কর্পোরেট সংস্থাকে দিয়ে হকারদের পণ্য বিক্রির পরিকল্পনা
লোকাল ট্রেনের  সাধারণ মেল এক্সপ্রেসেও কর্পোরেট সংস্থাকে দিয়ে হকারদের পণ্য বিক্রির পরিকল্পনা

তথ্য অনুযায়ী, হাওড়া, শিয়ালদহ এই দুই ডিভিশনে প্রায় দেড় থেকে দু’লক্ষ হকার ট্রেন ও রেল চত্বরে হকারি করে জীবিকা নির্বাহ করেন। ফলে তাদের হকারি বন্ধ হয়ে গেলে রীতিমতো পেটের টানে সমস্যায় পড়বে এই অসংখ্য পরিবাগুলি। এবার তাদের জীবিকা রক্ষা নিয়েই দিন কয়েক ধরে চলছে নানান আন্দোলন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File