মহিলা বিশ্বকাপকে কেন্দ্র করে নবরূপে সেজে উঠেছে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়াম

Monday, October 10 2022, 7:39 am
highlightKey Highlights

আর কয়েক ঘন্টার অপেক্ষা। শুরু হতে চলেছে ভারতের অনূর্ধ্ব-১৭ মহিলার বিশ্বকাপ, যার জেরে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামকে নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে।


ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ইতিমধ্যেই আমূল পরিবর্তন করা হয়েছে অনূর্ধ্ব-১৭ মহিলার বিশ্বকাপকে ঘিরে। কলিঙ্গ শহরেই যে মহিলাদের বিশ্বকাপ ফুটবলের আসর বসেছে তা এই মুহূর্তে শহরের ঢুকে বোঝার উপায় নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই প্রথম ভারতীয় যুব মহিলা দল আয়োজক দেশ হিসেবে বিশ্বকাপের খেলার যোগ্যতা অর্জন করেছে।

কলিঙ্গ স্টেডিয়াম সেজে উঠেছে নতুনভাবে, কীভাবে এই স্টেডিয়াম সংস্করণ করা হয়েছে জানুন বিস্তারিত

কলিঙ্গ স্টেডিয়ামেই হবে গ্রুপ-'এ'-র পাঁচটি ম্যাচ হবে। যার মধ্যে এই মাঠেই তিনটি ম্যাচ খেলবে ভারত এবং এই ম্যাচগুলিতে ভারতের প্রতিপক্ষে খেলবে আমেরিকা, মরক্কো এবং ব্রাজিল। মাঠে এসে খেলা দেখার জন্য জনসাধারণের কাছে আবেদন রেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। নতুন করে এই স্টেডিয়াম সংস্করের কাজে খরচ হয়েছে প্রায় ৯০ কোটি টাকা। কমপ্লেক্সের ভিতরে তৈরি করা হয়েছে দু'টি প্র্যাকটিস গ্রাউন্ড। কৃত্তিক বাতি স্তম্ভেরও ব্যাপক সংস্কার করা হয়েছে। একই সঙ্গে মাঠ থেকে শুরু করে ভিআউপি লাউঞ্জেরও সংস্করণ করা হয়েছে। স্টেডিয়ামের বাইরেই বিক্রি হচ্ছে টিকিট। এই টিকিটের মূল্য মাত্র ১০০ টাকা এবং ২০০ টাকা রাখা হয়েছে।

Trending Updates

উল্লেখ্য, ১৬টি দল এবং নক আউট মিলিয়ে  এই বিশ্বকাপে মোট ৩২টি ম্যাচ হবে। ভুবনেশ্বর ছাড়াও নভি মুম্বই, গোয়ায় এই প্রতিযোগীতার অন্যান্য ম্যাচগুলি আয়োজন করা হবে। জানা গিয়েছে নভি মুম্বইয়ে ডি ওয়াই পাটিল স্টেডিয়ামেই ফাইনাল ম্যাচটি হবে। ভারতীয় অনূর্ধ্ব-১৭ দলের প্রশিক্ষক থমাস ডেননার্বি প্রবল আত্মবিশ্বাসী না হলেও তিনি মনে করছেন তাঁর মেয়েরা এই সুযোগটাকে কাজে লাগাতে পারবে। নিজের দলের মেয়েদের উপর সম্পূর্ণ আস্থা রেখে ভারতীয় কোচ জানাচ্ছেন," শুধু মাত্র ফলাফল নয়, এই বিশ্বকাপে ভারতীয় মহিলা ফুটবলারদের প্রমাণ করার আছে তারাও ফুটবলটা খেলতে পারে।" ইতিমধ্যেই শক্তিশালী ইউরোপীয় দলগুলির বিরুদ্ধে দুর্ধর্ষ পারফর্ম করেছে ভারতীয় মহিলা ফুটবলাররা। ফলে বিশ্বকাপে অন্তত নক-আউট পর্যায়ে যে ভারতীয় মহিলা দল যেতে পারবে তা আশা করাই যায়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File