West Bengal Weather | বঙ্গে ঝড়-বৃষ্টিপাত হলেও আগামী কয়েকদিনে ৩-৫ ডিগ্রি বাড়বে তাপমাত্রা! বর্ষায় স্বাভাবিক বৃষ্টি হবে বলে জানালো স্কাইমেট!

Wednesday, April 10 2024, 1:19 pm
highlightKey Highlights

স্কাইমেটের ম্য়ানেজিং ডিরেক্টর যতীন সিং জানিয়েছেন, এল নিনো বদলে লা নিনার প্রভাব বাড়ছে। লা নিনার প্রভাবে বৃষ্টিপাত বেশি হয়। এই বছর বর্ষাকালে স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।


আগামীকাল অর্থাৎ ১১ই এপ্রিল বৃহ্স্পতিবার ইদ। এদিকে গত দুদিন ধরে মূলত মেঘলাই থাকছে পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather)। এবার এই আবহে সকলের  মনেই প্রশ্ন, ইদে কেমন থাকবে আবহাওয়া? বৃষ্টিতে ভিজবে বাংলা নাকি ভ্যাপসা গরমে হাঁসফাঁস দশা হবে? এক্ষেত্রে আবহওয়ার খবর দিলো আবহাওয়া অফিস। পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও গরম থেকে রেহাই পাচ্ছেন না বঙ্গবাসী। চৈত্র মাসের শেষ সপ্তাহে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। এমনটাই পূর্বাভাস দিলো আলিপুর আবহাওয়া দফতর।

বুধবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে
বুধবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে

কলকাতায় মেঘলা আকাশ!

Trending Updates

বুধবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। এদিন বৃষ্টির সম্ভাবনা কম। পাশাপাশি বাড়বে তাপমাত্রা। বৃহস্পতিবার ইদের দিন বেলা বাড়লে গরম বাড়বে, সঙ্গে অস্বস্তি। বৃষ্টির সম্ভাবনা কমছে; কার্যত নেই বললেই চলে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, মঙ্গলবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩৫ থেকে ৮৪ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৬ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

বৃষ্টির সম্ভাবনা বঙ্গে!

পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, আগামিকাল দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম ও পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতেও পারে। শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। ইদে কলকাতায় বৃষ্টির কার্যত সম্ভাবনা নেই। বেলা বাড়লে বাড়বে অস্বস্তি। ইদের দিন উত্তরবঙ্গের মালদহ ও দুই দিনাজপুর এবং দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং মুর্শিদাবাদে শুকনো আবহাওয়া। বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।

বুধবার দক্ষিণবঙ্গে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News)। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড় বইবে। হলুদ জারি সতর্কতা করা হয়েছে। অন্যদিকে, শুক্রবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। শনিবার শুধুমাত্র উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। রবিবার পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। সোমবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে।

বৃষ্টি হলেও গরম থেকে রেহাই পাচ্ছেন না বঙ্গবাসী 
বৃষ্টি হলেও গরম থেকে রেহাই পাচ্ছেন না বঙ্গবাসী 

 বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গ। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও বজ্রপাতের আশঙ্কা রয়েছে বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News)। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা। একইসঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইবে। শুক্রবার থেকে আবহাওয়ার উন্নতি। বৃষ্টির সম্ভাবনা কম। গরম ও শুষ্ক আবহাওয়া। বুধবার উত্তরবঙ্গের ছ'টি জেলা-দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। যার ফলে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

রাজ্যজুড়ে ৩ থেকে ৫ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে!

 হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে ১২ই এপ্রিল, শুক্রবার। গুজরাট থেকে তামিলনাড়ু পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। মারাঠাওয়াড়া, অসম, উত্তরবঙ্গ ও রাজস্থানে ঘূর্ণাবর্তও রয়েছে। হাওয়া অফিসের দাবি, এর ফলে ফের বদলাবে পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather), বাড়বে গরম। দক্ষিণবঙ্গের পূর্ব ও দক্ষিণের জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। অন্যদিকে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমে শুকনো আবহাওয়া এবং উপকূলের কাছাকাছি অঞ্চলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। চলতি সপ্তাহেই রাজ্য জুড়ে তাপমাত্রার পারদ চড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। রবিবারের মধ্যে এক ধাক্কায় রাজ্যের তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। চলতি সপ্তাহের মধ্যে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হলেও তাতে খুব একটা স্বস্তি পাবেন না রাজ্যবাসী।

এই বছর বর্ষাকালে স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে
এই বছর বর্ষাকালে স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে

প্রসঙ্গত, ভারতে জুন মাস থেকে বর্ষাকাল শুরু হয়। বৃষ্টিপাত চলে সেপ্টেম্বর অবধি। এই সময়ের মধ্যে ৮৬৮.৮ এমএম অবধি গড়ে বৃষ্টিপাত হয়। এর ৯৬ থেকে ১০২ শতাংশ বৃষ্টিপাত হলে, তাকে স্বাভাবিক বৃষ্টিপাত বলে গণ্য করা হয়। এবারে ১০২ শতাংশ বৃষ্টিপাত হতে পারে বলেই পূর্বাভাস দিয়েছে স্কাইমেট। স্কাইমেটের ম্য়ানেজিং ডিরেক্টর যতীন সিং বলেন, এল নিনো বদলে লা নিনার প্রভাব বাড়ছে। লা নিনার প্রভাবে বৃষ্টিপাত বেশি হয়। এই বছর বর্ষাকালে স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সহজ কথায় প্রশান্ত মহাসাগরের জলের অস্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধিই হল এল নিনো। এর থেকে গ্রীষ্মে তাপমাত্রা বৃদ্ধি, খরা ও দুর্বল বৃষ্টিপাত হয়। লা নিনার প্রভাব ঠিক উল্টো।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File