মাধ্যমিকে টেস্ট পরীক্ষা বাধ্যতামূলক, মধ্য শিক্ষা পর্ষদের তরফে জারি করা হল বিজ্ঞপ্তি

Thursday, December 21 2023, 2:33 pm
highlightKey Highlights

উচ্চমাধ্যমিকের পর এবার মাধ্যমিকের ক্ষেত্রেও টেস্ট পরীক্ষা বাধ্যতামূলক করল মধ্য শিক্ষা পর্ষদ। শিক্ষা দফতর জারি করেছে নয়া নির্দেশিকা৷


গত ১লা ডিসেম্বর বুধবার মাধ্যমিকের টেস্ট পরীক্ষা বাধ্যতামূলক করেছে শিক্ষা দফতর । আগামী বছরে যে সকল পড়ুয়ারা মাধ্যমিক দিতে চলেছে তাদের বসতে হবে টেস্টে। এমনি নির্দেশিকা জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ।

মাধ্যমিকের টেস্ট পরীক্ষা সংক্রান্ত নির্দেশিকা

মাধ্যমিকের টেস্ট হবে কি না তা নিয়ে এর আগে মধ্যশিক্ষা পর্ষদের তরফে স্পষ্ট করে জানানো না হলেও গত বুধবার সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল পর্ষদ। মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জারি হওয়া নির্দেশিকা অনুসারে জানা যাচ্ছে চলতি মাসের ১৩ থেকে ২৪শে ডিসেম্বরের মধ্যে স্কুলগুলিকে টেস্ট শেষ করে রিপোর্ট জমা দিতে হবে।

মাধ্যমিকের আগে  বাধ্যতামূলক করা হল টেস্ট পরীক্ষা
মাধ্যমিকের আগে  বাধ্যতামূলক করা হল টেস্ট পরীক্ষা

কীভাবে নেওয়া হবে পরীক্ষা? 

পর্ষদ সূত্রে জানা গিয়েছে যে, অতিরিক্ত বিষয়সহ পরীক্ষার্থীদের ৭টি বিষয়ে মোট ৭০০ নম্বরের পরীক্ষা দিতে হবে । এ ছাড়াও পর্ষদের নির্দেশিকা মেনে স্কুলগুলিকে প্রশ্নপত্র তৈরি করতে হবে। পরীক্ষার ঠিক পরেই সেই প্রশ্নপত্র পাঠাতে হবে পর্ষদকে। এই পরীক্ষার খাতা নিজ স্কুলের শিক্ষকরাই দেখবেন।

১৩ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে স্কুলগুলিতে টেস্ট নিতে হবে 
১৩ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে স্কুলগুলিতে টেস্ট নিতে হবে 

করোনার তৃতীয় ঢেউ ভয়ঙ্কর রূপ ধারণ করার আগেই পরীক্ষা শেষ করার পরিকল্পনা

ইতিমধ্যেই করোনার তৃতীয় ঢেউ মাথা চাড়া দিয়ে ওঠার ইঙ্গিত মিলেছে। অতঃপর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে টেস্ট নেওয়া বাধ্যতামূলক নয় বলে আগে জানানো সত্ত্বেও এবার দুই ক্ষেত্রেই টেস্ট বাধ্যতামূলক বলে জানানো হল। তাই শিক্ষা মহল মনে করছে যে, কোভিড পরিস্থিতির অবনতি হলে যদি আবার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বাতিল করতে হয়, তখন এই পরীক্ষার ফলাফলই হতে পারে মূল্যায়নের মাপকাঠি ৷




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File