West Bengal Weather | বৃষ্টি দিয়ে শুরু নয়া মাস! গত ৪৮ ঘন্টায় ৫ ডিগ্রি বেড়েছে শহরের তাপমাত্রা! তবে কি বিদায় নিলো শীত?

Thursday, February 1 2024, 8:12 am
highlightKey Highlights

পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট অনুযায়ী, ১লা ফেব্রুয়ারি সারাদিনই বৃষ্টির পূর্বাভাস রয়েছে শহরে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে জেলাতেও। তবে শনিবার থেকে বদলাবে পশ্চিমবঙ্গের আবহাওয়া।


ফেব্রুয়ারির শুরুতেই বৃষ্টিতে ভিজলো তিলোত্তমা। সকাল থেকেই মুখ ভার আকাশের। কালো মেঘে ঢেকেছে গোটা শহর। আজ পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Today) এরকম মেঘলা থাকবে বলেই হাওয়া দফতর সূত্র খবর। পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, প্রায় গোটা রাজ্যেই চার দিন ধরে বৃষ্টি চলবে। এমনকি আবহাওয়া দফতরের পূর্বাভাস, বৃহস্পতিবার প্রায় সারা দিনই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শহরে। শুধু কলকাতা নয়, রাজ্যের জেলাগুলিতেও এ দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে এই দুর্যোগ চলবে বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News)।

  শ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট অনুযায়ী, প্রায় গোটা রাজ্যেই চার দিন ধরে বৃষ্টি চলবে  
  শ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট অনুযায়ী, প্রায় গোটা রাজ্যেই চার দিন ধরে বৃষ্টি চলবে  

কলকাতার আবহাওয়া :

Trending Updates

পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, বৃহস্পতিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস, যা কি না স্বাভাবিক। এদিকে বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াস, যা কি না স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ। তবে তা বেলা গড়ালেও আকাশ পরিষ্কার হবে না, মেঘলা থাকবে আকাশ। ১লা ফেব্রুয়ারি কলকাতার বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯০ শতাংশের আশেপাশেই থাকতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শনিবার থেকে কলকাতা-সহ গোটা রাজ্যের আবহাওয়ার উন্নতি হবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া :

ইতিমধ্যেই বৃষ্টির জন্য আলিপুর আবহাওয়া দফতরের তরফে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দুই ২৪ পরগনার পাশাপাশি, নদিয়া জেলায় শুক্রবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Today) অনুযায়ী, দক্ষিণবঙ্গের সাত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। কলকাতা-সহ বাকি জেলার দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। ১ লা ফেব্রুয়ারি কলকাতার পাশাপাশি উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কনকনে ঠান্ডা না থকলেও শীতের আমেজ বজায় থাকবে জেলায় জেলায়।      

এরপর ২ রা ফেব্রুয়ারি উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টি হতে পারে। এরপরে ৩ তারিখ গাঙ্গেও পশ্চিমবঙ্গে বৃষ্টি জারি থাকলেও পশ্চিমের জেলগুলির আবহাওয়া শুষ্ক থাকবে। তবে  শনিবার থেকে পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather)পরিবর্তন হতে পারে।

দক্ষিণবঙ্গের সাত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি
দক্ষিণবঙ্গের সাত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি

 উত্তরবঙ্গের আবহাওয়া :

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার উত্তরের সব জেলায় মাঝারি কুয়াশা থাকবে ভোর এবং সকালের দিকে। এছাড়া উত্তরের ওপরের ৫ জেলা - দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে বৃষ্টি হতে পারে আজ। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই।  তবে ২ এবং ৩ তারিখ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদায় বৃষ্টির সম্ভাবনা আছে বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News)। এই দু'দিনে উত্তরবঙ্গের রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যাবে। শনিবার শুধু দার্জিলিঙেরই কোথাও কোথাও বৃষ্টি বা তুষারপাত হতে পারে।  

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার থেকে আকাশ পরিষ্কার হলেও নতুন করে ঠান্ডার আর ইঙ্গিত নেই। কেবল গত ৪৮ ঘণ্টায় শুধু কলকাতাতেই তাপমাত্রা ৫ ডিগ্রি বেড়েছে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। এদিকে বৃহস্পতিবার সারা দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২১.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৬ ডিগ্রি বেশি। সে ক্ষেত্রে, তাপমাত্রা আর একটু কমলেও ঠান্ডার ঝোড়ো ব্যাটিং এই মরসুমে আর দেখা যাবে না বলেই মনে করা হচ্ছে।

শনিবার থেকে আকাশ পরিষ্কার হলেও নতুন করে ঠান্ডার আর ইঙ্গিত নেই
শনিবার থেকে আকাশ পরিষ্কার হলেও নতুন করে ঠান্ডার আর ইঙ্গিত নেই

প্রসঙ্গত, আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অক্ষরেখা। পাশাপাশি বাংলাদেশে রয়েছে ঘূর্ণাবর্ত। সেই ঘূর্ণাবর্ত থেকে অক্ষরেখা ওড়িশা পর্যন্ত বিস্তৃত যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। এছাড়াও রয়েছে পর পর দুটি পশ্চিমী ঝঞ্ঝা। একটি পশ্চিমী ঝঞ্ঝার রেশ কাটতে না কাটতেই আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা এসে হাজির। নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে ৩ ফেব্রুয়ারি। বঙ্গোপসাগরে রয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত। এর প্রভাবেই পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather) পরিবর্তন ও দক্ষিণবঙ্গে বাড়ছে পূবালী হাওয়ার প্রভাব। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File